পশ্চিমাদের নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল: পুতিন
ইউক্রেনে হামলার জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণা শামিল বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
putin |
তিনি বলেন, যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হচ্ছে, তা যুদ্ধ ঘোষণার শামিল। কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ তা আসেনি। ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করার জন্য অন্য কোনো শক্তির যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সামরিক সংঘাতের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ ইউরোপ ও বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে।
যুদ্ধ বন্ধে আগামীকাল সোমবার তৃতীয় দফায় বৈঠকে বসতে পারে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা।
এদিকে ইউক্রেনের নিরাপত্তা জোরদার, আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি মস্কোতে পুতিন ও বেনেটের বৈঠকের পরপরই ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হয়েছে জেলেনস্কিরও।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ছয় দফা কর্ম পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে কানাডা, ডাচ ও কেন্দ্রীয় ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসে এ পরিকল্পনা জানাবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধ বন্ধে আবারও বিক্ষোভে নেমেছে ইসরায়েলসহ ইউরোপের অনেক দেশের শত শত আন্দোলনকারী।
No comments