‘জাদুকর’ ওয়ার্নের মৃত্যু
ক্রিকেট বিশ্বকে অনেকটা হতবাক করে দিয়েই না ফেরার দেশে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। হার্ট অ্যাটাক করে মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন তিনি। সর্বকালের সেরা এই লেগ স্পিনারের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। স্তব্ধতা যেন কাটছেই না কারো।
মাশরাফি বিন মুর্তজাও তাদেরই একজন। ফেসবুক পাতায় জানালেন, খবরটা প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনিও। লিখলেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো!’
বর্ণাঢ্য ১৫ বছরের ক্যারিয়ারে ওয়ার্ন স্পিন জাদুতে মোহাবিষ্ট করেছেন, পুরো বিশ্বে অগুণতি ভক্তও বানিয়েছেন তিনি। মাশরাফি জানালেন, তিনিও সেই জাদু দেখতে মুখিয়ে থাকতেন।
বাংলাদেশের সাবেক অধিনায়কের ভাষ্য, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জাদুকর, প্রতিভার ভাণ্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবেনা সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’
খেলোয়াড়ি জীবনে মাশরাফি দুই ম্যাচে মুখোমুখি হয়েছেন ওয়ার্নের। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হয়েছিলেন দু’জনে। প্রথম টেস্টে জয়ের আশা দেখিয়েও হেরেছিল বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে হারটা ছিল ইনিংস ব্যবধানের।
No comments