বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক ও প্রতিরূপ হচ্ছে আমাদের বাংলা গান।-ভাবুক



হাজার বছরে গড়ে উঠা বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক ও প্রতিরূপ হচ্ছে আমাদের বাংলা গান।

 বিশেষ করে লোক গান, বাউল গান। এই গানেরও আছে নানা ধারা-উপধারা। বাংলা গানের এই সমৃদ্ধ ভান্ডার বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। 

গানের মধ্যেই ফুটে উঠেছে এই জাতির ইতিহাস-ঐতিহ্য, আনন্দ-বেদনা, উৎসব-পার্বণ, সুখ-দুঃখ, সংগ্রাম-সংকটে আবেগ-অনুভূতি মিশ্রিত কথামালা। এসব কথামালায় এই জনপদের মানুষ আন্দোলিত হয়েছে, শক্তি সঞ্চয় করেছে, শান্তনা পেয়েছে, আপনাকে চেনার বাসনায় নিজেকে বিলীন করতে আগ্রহী হয়েছে। গানেই খুজেছে প্রাণের সন্ধান। আমরা বাংলা গানের এই সমৃদ্ধির গভীরতা কে হৃদয়ে ধারণ করে একে আরোও সমৃদ্ধ করার অভিপ্রায়ে ভাবুক উদ্যমী ভূমিকা পালনে সদা সচেতন। জয় হোক বাংলা গানের।

No comments

Powered by Blogger.